খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭: ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাটে বুধবার সন্ধ্যায় স্বামী পরিত্যক্তা বিবি ফাতেমা সাথী (২৫) ও তার মেয়ে ইশমাকে (৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের বশিকপুর গ্রামে নিজাম উদ্দিন ভূঞা বাড়িতে স্বামী পরিত্যক্তা বিবি ফাতেমার ঘরে ঢুকে দুর্বৃত্তরা মা ও মেয়েকে একটি কক্ষে কলাকেটে হত্যা করে লাশ ফেলে চলে যায়। রাত ৮টার দিকে ওই বাড়ির লোকজন এসে দেখতে পায় ঘরের একটি কক্ষের চৌকির ওপর মা ও মেয়ে গলাকাটা অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাত ৯টার দিকে দুই জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকা-ের কোনো কারণ জানা যায়নি।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক স্বামী হত্যাকা- ঘটাতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।