মৌলভীবাজার সরকারি কলেজে এক ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুই দল ছাত্রের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মৌলভীবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম।
আহতদের মধ্যে পাঁচজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে একজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, কলেজের এক ছাত্রীকে ক্যাম্পাসেই উত্ত্যক্ত করে কিছু ছাত্র। এ নিয়ে কথাকাটাটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।