খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭:রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সদস্যপদ ছাড়া কোনো ডেভেলপার প্রতিষ্ঠান রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবে না। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পরিচালক, বাণিজ্য সংগঠন (ডিটিও) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুল মান্নান স্বাক্ষরিত এ পরিপত্র ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, এফবিসিসিআই, তেজগাঁও-এর বাংলাদেশ প্রকাশনা অফিস, রিহ্যাবসহ ৯টি স্থানে প্রেরণ করা হয়েছে।
পরিপত্র থেকে জানা গেছে, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ১৩ (১) ধারার মতে সকল ডেভেলপার প্রতিষ্ঠানকে রিহ্যাবের সদস্যপদ আবশ্যিকভাবে গ্রহণ করার বিষয়ে সরকার দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। পরিপত্রে সকল ডেভেলপার প্রতিষ্ঠানকে রিহ্যাবের সদস্য পদ গ্রহণের জন্যও নির্দেশ দেয়া হয়েছে।