খােলা বাজার২৪।। শুক্রবার, ২৬ মে, ২০১৭: আয়ারল্যান্ডে ত্রিদেশিয় ওয়ানডে সিরিজ শেষ করে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে আটটায় ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
আগামী ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা। ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে টিম টাইগার্স।
আয়ারল্যান্ড সফরে বেশ সফল বাংলাদেশ। চার ম্যাচের দুটিতে জিতেছে তারা। একটিতে হার, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে প্রথমবারের মতো ছয়ে উঠে এসেছে বাংলাদেশ। সেই সুখ স্মৃতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে মাশরাফিরা।