Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ২৬ মে, ২০১৭: 15বনানীতে দুই তরুণীকে সম্ভ্রমহানীর ঘটনায় হোটেল রেইনট্রি ধ্বংসের মুখে পড়েছে বলে দাবি করেছেন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) বি এ এইচ আদনান হারুন। তিনি বলেন, ‘আমাদের কর্মীরা পদে পদে লাঞ্ছিত হচ্ছেন।’

জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয় থেকে ফেরার পথে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। হোটেল দুই তরুণী সম্ভ্রমহানীর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন হোটেলের এমডি ও জিএম।

বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে কমিশনের কার্যালয়ে হাজির হন দ্য রেইন ট্রির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বি এ এইচ আদনান হারুন এবং মহাব্যবস্থাপক (জিএম) ফ্রাঙ্ক ফরগেট। তাদের সঙ্গে একজন আইনজীবীসহ আরও চারজন হাজির হয়েছেন। তবে অন্যদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে মানবাধিকার কমিশন।

রেইনট্রির এমডি বলেন, ‘এখানে ( হোটেল) মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে আমরাও শাস্তি চাইছি। সবসময় আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সহায়তা করে যাচ্ছি।’

গত ২৩ মে এক চিঠির মাধ্যমে তাদের জিজ্ঞাসাবাদের জন্য মানবাধিকার কমিশন কার্যালয়ে তলব করে তদন্ত কমিটি। এই ঘটনায় রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ কিংবা বনানী থানা পুলিশের মামলা নেয়ার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি না তা জানতে পৃথক কমিটি করা হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য নজরুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত ৫ সদস্যের তথ্যানুসন্ধান কমিটিতে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য নুরুন নাহার ওসমানী, এনামুল হক চৌধুরী ও পরিচালক শরীফ উদ্দীন। সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন সহকারী পরিচালক এম রবিউল ইসলাম।