খােলা বাজার২৪।। শনিবার, ২৭ মে, ২০১৭: ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় এক রিকশা চালক নিহত হয়েছে। শুক্রবার (২৬ মে) সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও ৭ নং জগন্নাথপুর ইউনিয়নে লাচ্চু (৪০) নামে এক রিকশা চালক বিআরটিসির এক যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লাচ্চু প্রতিদিনের মত আজকেও রিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে সড়কে আসলে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সাথে রিকশার ধাক্কা লাগে। নিহত লাচ্চুর বাসা ঠাকুরগাঁও ৭ নং জগন্নাথপুর ইউনিয়নের বিআখড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে। তার দুটি সন্তান রয়েছে বলে ও জানা যায়।
ঘটনাস্থলে আশেপাশের লোকজন ছুটোছুটি করে আসলে সেখানে এক গোলযোগের সৃষ্টি হয় এবং আশেপাশের লোকজন প্রায় এক ঘন্টা ৩০ মিনিট রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।