Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

thakurgaon-school_news_pic

খােলা বাজার২৪।। শনিবার, ২৭ মে, ২০১৭: ঠাকুরগাঁও রয়েল কিন্ডার গার্টেন স্কুলে ছাত্র-ছাত্রীদের অভিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) রয়েল কিন্ডার গার্টেনে-এ ২০১৬ শিক্ষাবর্ষে অধ্যয়ন কালে যে সকল শিক্ষার্থী ঠাকুরগাঁও সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে-এ ভর্তি সুযোগ পেয়েছে এবং সমাপনী পরিক্ষায় জিপিএ ৫ পেয়েছে তাদের জন্য অভিনন্দন অনুষ্ঠানের আয়োজেন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আক্তারুজ্জামান। আরো উপস্থিত ছিলেন সমির উদ্দীন স্মৃতি-মহাবিদ্যালয় অধ্যক্ষ জনাব মো: বেলাল রব্বানী, রয়েল কিন্ডার গার্টেনের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান জনাব হাসেম আলী, রয়েল কিন্ডার গার্টেনের ম্যানেজিং কমিটির সদস্য স্বপন, স্কুলের প্রধান শিক্ষিকা ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং অভিবাবক মহোদয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, সমির উদ্দীন স্মৃতি-মহাবিদ্যালয় অধ্যক্ষ জনাব মো: বেলাল রব্বানী, রয়েল কিন্ডার গার্টেনের ম্যানেজিং কমিটির সদস্য স্বপন, অভিবাবকদের পক্ষ থেকে সাংবাদিক মো: কামরুল হাসান, আফতাবুর রহমান (পলাশ) প্রমূখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সানজিদা মারিয়া কৃপা ও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র আল কাবির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শাহিন। পরে শিক্ষার্থীদের পুরস্কার ও ফুল দিয়ে বরর্ণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দু। সন্ধ্যায় স্কুলের শিক্ষাীদের নিয়ে সংস্কৃতি অনুষ্ঠানে আয়োজন করা হয়।