খােলা বাজার২৪।। শনিবার, ২৭ মে, ২০১৭: গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবদুস সালামকে শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। শনিবার সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেয়া হলে শ্রদ্ধা জানানো শুরু হয়।
এ সময় সেখানে ভিড় করেন বন্ধু, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানানো শেষে কেন্দ্রীয় মসজিদে তার প্রথম নামাজে জানাজা’র পর মরদেহ নেয়া হয় রাজশাহীতে।
আবদুস সালামের শেষ ইচ্ছা অনুয়ায়ী তার মরদেহ চিকিৎসাবিজ্ঞানের জন্য রাজশাহী মেডিকেল কলেজে হস্তান্তর করা হবে।
শুক্রবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান তিনি।