Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ২৮ মে, ২০১৭:  60যুক্তরাজ্যের ইনডিপেন্ডেন্ট পার্টির মতে ব্রিটেনে বোরখা বাতিল করা উচিৎ। সদ্য প্রকাশিত তাদের নির্বাচনী ইশতেহারে এমন দাবি করেছেন তারা। আর এর কারণ হিসেবে তারা ভিটামিন ডি’র অভাবকে সামনে নিয়ে এসেছে।
বৃহস্পতিবারের বিবৃতিতে তারা বলছে, ‘জনপ্রকাশ্যে নেকাব ও বোরখা বাতিল করবে ইউকেআইপি। মুখ ঢেকে রাখার সমর্থন দেইনা আমরা। আমরা অবশ্যই অমানুষিক কিছুর সমর্থন দেবো না।’
ইউকেআইপি আরো জানায়, ‘যে কাপড় পরিচয় গোপন করে ফেলে তা যে কোন কথোপকথনে বাধার সৃষ্টি করে। তাছাড়া প্রয়োজনীয় আলো-বাতাসের অভাবে হতে পারে ভিটামিন ডি’র ঘাটতি।’
অবাক করার বিষয় হলো, এই বিষয়টিই ফলাও করে প্রমোট করেছে বেশ কিছু সামাজিক মাধ্যম। বিষয়টি নিয়ে বেশ সমালোচনা চলছে ব্রিটেনে। ধূসর আকাশ ও বৃষ্টির জন্যে সুখ্যাতি রয়েছে ব্রিটেনের। সেখানের নির্বাচনী ইশতেহারে হঠাৎ এ ধরণের কথা কিভাবে উঠছে তা নিয়ে অবাক অনেকে।