খােলা বাজার২৪।। রবিবার, ২৮ মে, ২০১৭: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে নাজমুল ইসলাম (১৪) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর রক্তাত্ব লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ২ টায় মিজমিজি বাতেনপাড়া বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমুল সিদ্ধিরগঞ্জ মিজমিজি নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের ভাড়াটিয়া রফিকুল ইমলামের ছেলে।
শনিবার সকাল ৯ টার পর থেকে সে নিখোঁজ ছিলো। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ২শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত ওসি) নজরুল ইসলাম বলেন, নিহত নাজমুল সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদি ফাজিল মাদ্রাসার ৫ শ্রেনীর ছাত্র ছিলো। শনিবার সকাল থেকেই সে নিখোঁজ ছিলো। নিহতের শরীরে বিভিন্ন স্থানে রক্তাত্ত জখমের দাগ রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এব্যাপারে পুলিশ তদন্ত করছে।