খােলা বাজার২৪।। সোমবার, ২৯ মে, ২০১৭: টেকনাফের কচুবুনিয়া এলাকা থেকে ১২ লাখ ১০ হাজার পিস ইয়াবার একটি বিশাল চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩৬ কোটি টাকা। এটা বিজিবির এযাবতকালের সর্বোচ্চ ইয়াবা উদ্ধারের ঘটনা।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রোববার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের কচুবুনিয়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় একটি পান ক্ষেতের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ইয়াবাগুলো জব্দ করা হয়।