Sun. Aug 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২৯ মে, ২০১৭: 76সন্ত্রাস বন্ধ না হলে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হবে না, স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল।
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে একমাস ধরেই চাপ দিয়ে আসছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। তার দাবি ছিল লিখিত চুক্তির পরেও ভারত সিরিজ খেলতে রাজি হয়নি। ফলে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের।
এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশও পাঠিয়েছিল পাক বোর্ড। জবাবে ভারতীয় বোর্ড জানায় কোনও লিখিত চুক্তি হয়নি, গোটা ব্যাপারটাই হয়েছিল মৌখিকভাবে। আজ (সোমবার) কেন্দ্রীয় সরকার পরিস্কার জানিয়ে দিল, ‘সীমান্তে সন্ত্রাস বন্ধ না হলে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ হবে না। সবচেয়ে বড় কথা ক্রিকেট ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।’
পরিস্থিতি যা দাঁড়াল তাতে আইসিসি টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান সাক্ষাৎ বন্ধ। উল্লেখ্য যে, ৪ জুন এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

অন্যরকম