খােলা বাজার২৪।। সোমবার, ২৯ মে, ২০১৭: চুয়াডাঙ্গা ৬ বিজিবি (বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন) সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৬৫ পিচ উন্নতমানের ভারতীয় শাড়ী এবং ১০৩ পিচ থ্রীপিচ আটক করতে সক্ষম হয়েছে। সোমবার (আজ) সকাল ১০ টার দিকে এসব শাড়ী থ্রীপিচ আটক করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ আমির মজিদ সোমবার বেলা ২ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার মো. তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর থানার ঝিনাইদহ পাকা রাস্তার উপর হতে বিআরটিসি বাস তল্লাশী করে ৬৫ পিচ উন্নতমানের ভারতীয় শাড়ী এবং ১০৩ পিচ থ্রীপিচ আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আটককৃত এসব শাড়ী ও থ্রীপিচের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা মাত্র।