খােলা বাজার২৪।। সোমবার, ২৯ মে, ২০১৭: গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কের পাশের ময়লার স্তুপ থেকে সোমবার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার এসআই মো. নজরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার হরিনহাটি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ময়লার স্তুপে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় সোমবার একটি নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।