Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ৩০ মে, ২০১৭: কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় ‘মোরা’ বেলা ১২টার দিকে বাংলাদেশ পুরোপুরিভাবে অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল সোয়া ১১টার দিকে এ তথ্য জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।

তিনি বলেন, ‘মোরা বেলা ১২টার দিকে বাংলাদেশ পুরোপুরিভাবে অতিক্রম করবে।’

এ আবহাওয়াবিদ আরও জানান, মোরা সকাল ৫টায় টেকনাফে ১৩৫, পৌনে ৯টায় কক্সবাজারে ১১৪, ও ৯.২৬ মিনিটে চট্টগ্রামে ১২৮ কিলোমিটার বেগে আঘাত হানে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে আবার ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও তাদের দূরবর্তী দ্বীপ ও চরগুলো আবার ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে বলে জানানো হয়েছে।