Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৩০ মে, ২০১৭:  20চ্যাম্পিয়ন ট্রফির শেষ প্রস্তুতি ম্যাচে আজ (৩০ মে) কিংসটন ওভালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশÑভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। ম্যাচ জিততে সামর্থ্যের সেরাটা দিতে প্রস্তুত টাইগাররা।
ভারত-বাংলাদেশ দ্বৈরথ জমিয়ে রাখে গ্যালারি। ওয়ার্ম আপ ম্যাচেও ভারতীয় মিডিয়ার আগ্রহ কোনদিকে গড়াবে ম্যাচ। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শেষ বলের নাটকীয়তা মনে করিয়ে তৈরি করছে উন্মাদনা।
চ্যাম্পিনস ট্রফির চ্যাম্পিয়ন ভারত, এবারেও হট ফেভারিট। অন্যদিকে দুই আসর পর বাংলাদেশের কামব্যাক। বিশ্লেষকদের চোখে টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’। গা গরম হলেও ম্যাচ মাশরাফি-তামিমরা প্রতিনিয়ত উন্নতি চান। টার্গেট পজিটিভ ক্রিকেট।
বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল জানান, ভারতের সঙ্গে কোন শত্রুতা নেই। ওদের দল, প্লেয়ার, দেশকে সম্মান করি। আমি নিশ্চিত ওরাও আমাদের সমীহ করে। ক্রিকেট ভদ্রলোকের খেলা। ওদের সবাইকে সম্মান করি আমরা। ম্যাচ জিততে চাই। খেলায় মনোযোগ থাকবে। যে জেতে জিতবে। ওদের জন্যও শুভকামনা থাকল।
পাকিস্তানের সঙ্গে ডেথ ওভার বোলিংয়ের সঙ্গে ক্যাচ মিস ভুগিয়েছিল। ভারতের বিপক্ষে তিন ডিপার্টমেন্টে উন্নতির লক্ষ্য বাংলাদেশের। উজ্জ্বীবিত থেকেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ নিতে চায় টিম টাইগার্স।
তামিম ইকবাল আরো জানান, তরুণরা এমনকি সিনিয়রাও ২০১০ এর পর ইংল্যান্ডে আসিনি। সাত বছর পর এখানে এসেছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা চলছে। প্রস্তুতি ম্যাচ দুটি উপকারে আসবে। ট্রাইনেশনে ভালো করেছে দল। আমার মনে হয় প্রস্তুতি দারুন হয়েছে।
এজবাস্টনে ৩৪১ করেও পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ডকে হারিয়ে ফেভারিট ট্যাগটা শক্ত করেছে ভারত। পেইস আক্রমণ ছিল দারুন, রানে ফিরেছেন কোহলি। চনমনে থেকেই মূল পর্ব শুরুর লক্ষ্য মেন ইন ব্লুদের।