খােলা বাজার২৪।। বুধবার, ৩১ মে, ২০১৭: সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, ষোড়শ সংশোধনী স্বাধীন বিচার বিভাগ ও গণতন্ত্রের মৌলিক কাঠামোর লঙ্ঘন।
মঙ্গলবার রাতে ডিবিসি নিউজ এর রাজকাহন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।
জয়নুল আবেদীন আরো বলেন, এ মামলার আপিল শুনানিতে সহায়তার জন্য কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছিলেন আপিল বিভাগ। আর এই মামলার রায় হবে কিছু দিনের মধ্যে। সংবিধানের ৯৬ অনুচ্ছেদ বলা আছে যে, আমাদের সংবিধান অনুযায়ী জনগণ সকল ক্ষমতার মালিক। ৭ অনুচ্ছেদের চেতনা পুনর্বহালের জন্যই ৯৬ অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে। সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধিত্ব করেন। তাছাড়া বিষয়টি এমন না যে সংসদ সদস্যরা হাত তুললেই বিচারপতি অপসারিত হয়ে যাবেন। এবিষয়ে আইনে পুরো প্রক্রিয়া বলা আছে। সে প্রক্রিয়া অনুসরণ করা হবে। আর এটি নিয়ে কেন সরকারের মাথাব্যথা সেটি আমার জানা নেই।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছায় পার্লামেন্ট চলে, আবার মন্ত্রণালয়গুলোও তারাই প্রধান হিসেবে পরিচালনা করেন। কিন্তু বিচার বিভাগের বেলাতেই তারা এটা রাখতে চাইছে না। এটার কি উদ্দেশ্য? স্বাধীন বিচারবিভাগে বিচারকরা স্বাধীন কি না সেটা বড় কথা নয়, বরং সেখানে তারা স্বাধীনভাবে বিচার করতে পারবেন কিনা সেটাই বড় কথা। তিনি বলেন, ষোড়শ সংশোধনী স্বাধীন বিচার বিভাগ ও গণতন্ত্রের মৌলিক কাঠামোর লঙ্ঘন। বিচারকদের বিরুদ্ধে কোন প্রকার বিচার উঠলে সেটির বিচার করতে হবে তাদেরকেই। কোন রাজনৈতিক ব্যক্তি দিয়ে সেটি পরিচালনা করা যাবে না।