খােলা বাজার২৪।। বুধবার, ৩১ মে, ২০১৭: বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের কাশিম নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল করিম মাস্টারকে লাঞ্চিত করার ঘটনায় পাশ্ববর্তী জালুকান্দা গ্রামের সমাজ মিয়ার বাড়িতে শতাধিক শিক্ষার্থী ও কিছু এলাকাবাসী অগ্নিসংযোগ, আসবাবপত্র সহ বাড়িঘর ভাংচুর করে শিক্ষার্থীরা।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে জালুকান্দা গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব শত্র“তার জের ধরে উক্ত গ্রামের মুসলেম উদ্দীনের ছেলে সমাজ মিয়ার বিরুধ চলে আসছিল। প্রায়ই শিক্ষককে মো: করিম মাস্টারকে নানান ভাবে হয়রানি করে আসছে। ঘটনার দিন সোমবার সমাজ মিয়া করিম মাষ্টারকে জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সমাজ মিয়া করিম মাষ্টারকে লাঞ্চিত করে। এঘটনা এলাকাবাসী সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থী, এলাকার কিছু লোক সহ প্রায় শতাধিক লোক সমাজ মিয়ার বাড়িতে হামলা করে বাড়িঘরে অগ্নিসংযোগ, সদ্য উঠানো জমির ধান, শিক্ষার্থীদের বই পত্র, নগদ অর্থ সহ প্রয়োজনীয় আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষয় ক্ষতি করে। খবর পেয়ে বেলাব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। বিন্নাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া বলেন, সমাজ মিয়া স্কুল শিক্ষককে লাঞ্চনা করার কারনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসি তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে।
বেলাব থানার ওসি বদরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা বলেন, শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্চনা করা ঠিক হয়নি। অন্যদিকে এর প্রতিবাদে বাড়িঘর অগ্নিসংযোগ ও ভাংচুর করাও ঠিক হয়নি।