Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1496167533খােলা বাজার২৪।। বুধবার, ৩১ মে, ২০১৭: ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় ইয়াবা ব্যবসায়ীর ছুরিকাঘাতে এক এসআই গুরুতর আহত হয়েছেন। আহত এসআইয়ের নাম গোলাম মূতুর্জা। উপজেলার দুওসু ইউনিয়নের পশ্চিম সরলিয়া এলাকার ইয়াবা ব্যবসায়ী রাজাকে ধরতে গিয়ে ছুরির কোপে তিনি আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে এসআই গোলাম মূতুর্জার নেতৃত্বে পুলিশ ইয়াবা ব্যবসায়ী রাজাকে ধরতে অভিযান পরিচালনা করেন ।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাজা ধারালো ছুরি দিয়ে এসআই গোলাম মূতুর্জার গালে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আহত অবস্থায় এসআই গোলাম মূতুর্জা জীবন বাজি রেখে রাজাকে আটক করে। পরে রাজার কাছ থেকে পুলিশ ১ শ’ পিচ ইয়াবা উদ্ধার করে।

এ সময় পুলিশ রক্তাক্ত অবস্থায় এসআই মুতূর্জাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাৎক্ষনিকভাবে এসআই মূতুর্জার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠো ফোনে তাকে পাওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান এসআই মূতুর্জার আহতের কথা স্বীকার করে বলেন, ইয়াবা ব্যবসায়ী রাজার ধারালো ছুরির আঘাতে মূতুর্জার গালে গুরুত্বর জখম হয়েছে। তবুও জীবন বাজি রেখে মুতূর্জা ওই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

ইয়াবা ব্যবসায়ি রাজার বাবা কিছুদিন আগে একই অপরাধে আটক হয়ে জেল হাজতে রয়েছেন। রাজার পরিবারের সকলেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান পুলিশ ।