খােলা বাজার২৪।। বুধবার, ৩১ মে, ২০১৭: আত্মহত্যা ছাড়া এখন আমার কোনো পথ নেই। এই পৃথিবীতে কোন বিচার পাচ্ছিনা। পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে। এভাবেই এক অসহহায় মুক্তিযোদ্ধার কন্যা গণধর্ষনের শিকার আর্তনাদ করে বলেছেন সাংবাদিক সম্মেলনে। পাশেই ছিলেন তার মুক্তিযোদ্ধা পিতা।
বুধবার দুপুরে ক্রাবে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন ওই তরুণী। পুলিশ আসামি না ধরে তার পরিবারকে হয়রানি করছে বলেও জানান তিনি। আসামিরা তাকে ও তার পরিবারকে মোবাইলে নানা হুমকি দিচ্ছে সে কথায় সাংবাদিক সম্মেলনে জানান। ডিআইজি রাজু পরিচয়ে একজন মামলা তুলে নিতে ও টাকা পয়সা দিয়ে শেষ করার কথাও মোবাইলে জানায়। আর তা না হলে পৃথিবী থেকে ভিকটিমকে সরিয়ে দেয়ার ঘোষনাও দেয় ডিআইজি পরিচয়ধারী। ভিকটিমের দাবি পুলিশ ও আসামি পক্ষ থেকে নানান হয়রানির জন্য এক মাস ধরে নিজ বাড়ি গাজীপুরেও যেতে পাছেন না।
মুক্তিযোদ্ধা পিতা সাংবাদিক সম্মেলনে তার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া বিষয়ে সুষ্ঠু বিচার প্রার্থনা করে বলেন, আমি দেশের জন্য যুদ্ধ করেছি। আজ দেশ আমাকে এই মহৎ পুরস্কার দিল! সমাজে আজ হেয় প্রতিপন্ন হলাম। এটাই আমার মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া ছিল? তিনি আরো বলেন, আমি আমার মেয়ের নির্যাতনের বিচার চাই। প্রকৃত অপরাধিদের দ্রুত গ্রেফতার করা হোক। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী পাওনা টাকার বিচার চাইতে গিয়ে গণধষর্ণের শিকার হয়েছিল গাজীপুরের এক মুক্তিযোদ্ধার মেয়ে। এরপর জয়দেপুর থানায় মামলা করতে গিয়ে ওসি মামলা না নিয়ে তাকে থানা থেকে বের করে দিয়েছিল ওসি আমিনুল ইসলাম। তারপর গাজীপুরের এসপি হারন অর রশীদের সহায়তায় ভিকটিম ৮ জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করে। মামলার পর দুই জন আসামিকে পুলিশ গ্রেফতার করতে পারলেও বাকিদের এখনও গ্রেফতার করতে পারেনি। অন্যান্য আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।