Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ৩১ মে, ২০১৭: 17অন্যান্য বছরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ জানালেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আগামী সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন তিনি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হল রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হবে।
বুধবার বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রেসিডিয়াম সদস্যদের ইফতারের দাওয়াত পৌঁছে দেওয়া হয় ধানমন্ডিতে শেখ হাসিনার কার্যালয়ে। এ তথ্য জানান বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
তিনি বলেন, খালেদা জিয়ার দেওয়া আমন্ত্রণপত্রগুলো আওয়ামী লীগের সহ-সম্পাদক সেকান্দার আলী গ্রহণ করেছেন।