খােলা বাজার২৪।। বুধবার, ৩১ মে, ২০১৭: জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফ্যালিয়া’র হেনেফ নামক স্থানে একটি বাড়িতে এক ব্যক্তির সংগ্রহে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বেশ কিছু অস্ত্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, গত সোমবার হেনেফের একটি বাড়িতে প্রচন্ড বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ শোনার পর স্থানীয় লোকজন পুলিশকে ঘটনাটি দ্রুত অবহিত করে।
পুলিশ ঘটনাস্থলে যখন উপস্থিত হয় তখনও বিস্ফোরণ অব্যাহত ছিলো। পুলিশ নিরাপত্তার স্বার্থে প্রায় ৭০ জন স্থানীয় লোককে বিস্ফোরণস্থল থেকে ১০০ মিটার দূরে সরিয়ে নেয়।
বিস্ফোরণের ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। তবে বিস্ফোরণের কারণে বাড়িটির গ্যারেজে আগুন লেগে যায়, যা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও দমকল বাহিনীকে বেশ বেগ পেতে হয়।
পুলিশ এই ঘটনার পর তদন্ত করে জানতে পারে যে, বাড়িটির বাসিন্দা বাড়ির গ্যারেজে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ অবৈধভাবে নিজস্ব সংরক্ষণে রেখেছিলো।
কিন্তু প্রাক গ্রীষ্মের খরতাপে উত্তপ্ত হয়ে অস্ত্র ও গোলাবারুদ বিস্ফোরিত হয়। তবে পুলিশ অবিস্ফোরিত অবস্থায় বেশ কিছু মারাতœক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সকল অস্ত্র সংরক্ষণের ব্যাপারে বাড়িটির বাসিন্দা বলেন, স্থানীয় একটি বাজার থেকে তিনি এই অস্ত্রগুলো কিনেছিলেন।
বিস্ফোরণের ফলে নিরাপত্তার স্বার্থে নিকটবর্তী রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সূত্র : দ্যা লোকাল।