খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭: ঢাকার বনানীতে রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনায় মেডিক্যাল প্রতিবেদন প্রস্তুত। বৃহস্পতিবার তা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। জানালেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
তিনি বলেন, দুই তরুণী ধর্ষণের প্রতিবেদন আমাদের হাতে এসেছে। বৃহস্পতিবার সকালে মেডিক্যাল বোর্ড বসে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।গেলো ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এ ঘটনার ৪০ দিন পর গেলো ৬ মে বনানী থানায় ৫ জনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন তারা।
মামলার অভিযোগে বলা হয়, জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গেলো ২৮ মার্চ রাত ৯টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী এবং তার বান্ধবী ও বন্ধু শাহরিয়ারকে আটক রাখেন। অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। বাদী ও তার বান্ধবীকে জোর করে ঘরে নিয়ে যান আসামিরা। বাদীকে সাফাত আহমেদ ও বান্ধবীকে নাঈম আশরাফ ধর্ষণ করেন। আসামি সাদমান সাকিফকে দুই বছর ধরে চেনেন মামলার বাদী। তার মাধ্যমেই ঘটনার ১০-১৫ দিন আগে সাফাতের সঙ্গে দুই তরুণীর পরিচয় হয়।