খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭: বড় বাজেটের মাধ্যমে সরকার জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার যে অর্থনৈতিক অগ্রগতির স্লোগান দিচ্ছে, সেটা সম্পূর্ণভাবে মিথ্যা ও বানোয়াট। জনগণকে একেবারে জিম্মি করে তাদের পকেট কেটে বড় অংকের বাজেট দিচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করছে।
রমজান উপলক্ষে বুধবার রাজধানীর উত্তরায় দুস্থদের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বস্ত্র ও ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ৫৫ শতাংশই এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি সরকার। এরই মধ্যে আবার বড় আকারের বাজেট পেশ করতে যাচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার)। এর মধ্য দিয়ে ফাঁপা আওয়াজ তৈরি করতে চাচ্ছে ক্ষমতাসীনরা।
মির্জা ফখরুল বলেন, প্রবৃদ্ধির বিষয়ে আমরা বার বার বলছি, বিশ্বব্যাংক যে প্রবৃদ্ধির হার বলেছে, সেই হারের সঙ্গে সরকারের প্রবৃদ্ধি অনেক কম। বিশ্বব্যাংক বলেছে, ৬ দশমিক ৮ আর সরকার বলছে যে, সেটা ৭ এর ওপরে হবে। সরকারের দাবি কোনোমতেই গ্রহণযোগ্য নয়।
জ্বালানি খাতে দুর্নীতির কারণেই সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার পর্যায়ক্রমে জ্বালানির দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমেছে, তখনও সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এর মূল উদ্দেশ্য হলো, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে অন্যান্য জ্বালানি খাতে সরকার যে দুর্নীতির করেছে এখন জনগণ থেকে বেশি দাম নিয়ে, জনগণের পকেট কেটে সেটা পূরণ করতে চাইছে। আমরা তখনও এর নিন্দা জানিয়েছি, এখনও এর নিন্দা জানাচ্ছি।