Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

56kখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭: বিকল্পধারার সভাপতি, সাবেক রাষ্ট্রপতি প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। তা না হলে এ জাতি কোন মুক্তি নেই। সকল ভেদাভেদ ভুলে সত্য ন্যায়ের কথা বলতে হবে।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে অনলাইন নিউজ পোর্টাল সবুজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বলেন, রোজা আমাদের তাকওয়া অর্জন করতে শেখায়। রোজার মাসে আমরা আমাদের চরিত্র গঠনের যেটুকু সময় পাই সেটুকু সময় যথেষ্ট নয়। সারা বছরই নিজেদেরকে গঠন করতে হবে। শিক্ষা ক্ষেত্রে দেশে সর্বোচ্চ শিক্ষিত ও যারা কাজ করে তাদেরকে দায়িত্ব দিতে হবে। বিশেষ করে এদেশের শিক্ষা মন্ত্রী তিনিই হবেন যিনি ব্যক্তিগত জীবনে চরিত্রবান, সুশিক্ষিত এবং শিক্ষা ক্ষেত্রে সকল বিষয়ে জানেন ও বোঝেন। আমরা যদি এই খাতটাকে অগ্রাধিকার খাত ধরে এগিয়ে যেতে পারি ভবিষ্যত প্রজন্ম আরো অনেক কিছু করতে পারবে।

তিনি আরও বলেন, আজকে সংবাদপত্র ও জনগণের বাকস্বাধীনতার কথা বলা হচ্ছে। কোথায় জনগণের বাক স্বাধীনতা? আজো সাগর-রুনি হত্যার বিচার হয়নি। এই জুন মাসেই চারটি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এখনো সংবাদপত্র থাকলেও সেখানে সত্য কথা লেখার অধিকার হরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু, প্রফেসর ড. সুকোমল বড়-য়া, বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার রুমিন ফারহানা, প্রফেসর ড. মো: এমতাজ হোসেন, মো. মঞ্জুর হোসেন ঈসা, আলহাজ আবদুর রহমান, হুমায়ূন কবির বেপারী, অ্যাডভোকেট মো: আল-আমিন ও কে.এম রকিবুল ইসলাম রিপন প্রমূখ।