খােলা বাজার২৪।। শুক্রবার, ২ জুন, ২০১৭: সাভারে পকিজা ডাইং এন্ড পিন্টিং নামে একটি শাড়ি কাপড় তৈরি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের মজিদপুরে এই পকিজা কারখানায় ২তলা ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিচালক কর্নেল মোশারফ জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস দুইটি ইউনিট ও আশুলিয়া ডিইপিজেডের দুইটি, মোহাম্মদপুর ও মিরপুরসহ মোট ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রথমে সাভার আশুলিয়ার ফায়ার সার্ভিস কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতার জন্য মোহাম্মদপুর ও মিরপুর ফায়ার সার্ভিস যোগ দেয়। রাত পোনে ১২ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এখন পর্যন্ত কোন হতাহাত বা দগ্ধ হওয়ার কোন খবর পায়নি। তবে হুড়াহুড়ি করে বের হতে গিয়ে ১৫ শ্রমিক আহত হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির বিষয়ে এখন কোন ধারনা দেয়া যাবে না।
এদিকে এ বিষয়ে কারখানা কর্তপক্ষ কোন কথা বলতে রাজি হয়নি।