Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখােলা বাজার২৪।। শুক্রবার, ২ জুন, ২০১৭: বর্তমানে রাশিয়া সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠকে ভারত-রাশিয়া সম্পর্কে আস্থার ভিত আগের মতোই অটল আছে বলে মোদিকে আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রাশিয়া থাকবে বলেও এ সময় জানান রাশিয়ার প্রেসিডেন্ট।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজে এমনটাই বলা হয়েছে।
এছাড়া, বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি সই হয়েছে। এর মধ্যে অন্যতম তামিলনাড়ুতে দেশের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র কুদানকুলামের শেষ দু’টি চুল্লি নির্মাণে মস্কোর সহযোগিতা।
এদিকে শুক্রবার সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বিশেষ অতিথি হবেন নরেন্দ্র মোদী। এ সম্মেলনে অংশ নেবেন দেশের প্রায় ৬০জন শীর্ষ শিল্পপতি।
প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তা নিয়ে উদ্বিগ্ন ভারত। যদিও পুতিন আশ্বাস দিয়েছেন ভারতের সঙ্গে রাশিয়ার সামরিক সম্পর্ক যতটা গভীর, ততটা আর কারো সঙ্গে নয়।