খােলা বাজার২৪।। শুক্রবার, ২ জুন, ২০১৭: মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদি নামক এলাকায় কভার্ড ভ্যানের চাপায় ২ পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
গজারিয়া হাইওয়ে ফাড়ি ইনচার্জ এস আই হাসেম মুন্সী জানান, শুক্রবার সকালে কুমিল্লাগামী একটি কাভার্ড ভ্যানের চাপার রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুই পথচারী যুবক মো: ইব্রাহীম (৩৫) ও মো: জাহিদ (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঘাতক কাভার্ড ভ্যান ও চালক মনির হোসেনকে (৪০) আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে প্রাথমিক ভাবে আহতদের নাম ঠিকানা সনাক্ত করা যায়নি।