Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৩ জুন, ২০১৭:  5ঈদে রেল যাত্রা নির্বিঘ্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবারেও ঝামেলা এড়াতে দেয়া হবে আগাম টিকিট, বিভিন্ন রুটে ঈদের আগে পরে থাকবে ১৬ টি বিশেষ ট্রেনের ব্যবস্থা। এছাড়া যাত্রী নিরাপত্তায়ও কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
তুলনামূলক আরামদায়ক, সাশ্রয়ি হওয়ার রেলের প্রতি যাত্রীদের ঝোক বরাবরই একটু বেশি। দেশে মোট ১ হাজার ৮’শ ৮ কিলোমিটার মিটার গেজ ও ৪০৯ কিলোমিটার ব্রড গেজ রেল লাইনে মোট ৩৪০ টি রেল চলাচল করে।
গড়ে প্রতিদিন দেড় লক্ষ যাত্রী চলাচল করে রেল পথে। আর ঈদ মৌসুমে এই সংখ্যা গিয়ে দাড়ায় প্রায় আড়াই লক্ষ। আর শেষ তিনদিনের সংখ্যাত্বক হিসেব দেয়া তো একেবারেই অসম্ভব।
নানা সীমাবদ্ধতার কারনে এই বাড়তি চাপ সামাল দিয়ে কাঙ্খিত যাত্রী সেবা দেয়া সম্ভব হয়ে ওঠেনা রেলওয়ের। তবুও ওয়ার্কশপগুলোতে চলছে ঈদের প্রস্তুতি। এমনিতেই গত বছর বেশ কিছু নতুন বগি যুক্ত হওয়ায় এবারের ঈদে যুক্ত হচ্ছে ২০ হাজার বেশি সিট।
পাশাপাশি এই ঈদে যুক্ত হবে আরো ৮৬টি অতিরিক্ত বগি। রেলমন্ত্রী বলছেন ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-খুলনা, ঢাকা-সিলেট, ঢাকা-পার্বতীপুর ঈদের আগেপরে তিন দিন দেয়া হবে বিশেষ ট্রেন। পাশাপাশি ঈদের দিন শোলাকিয়ায়ও দেয়া হবে আলাদা সার্ভিস।
এছাড়া যাত্রী নিরাপত্তায় থাকবে বিশেষ নজরদারি। রেলমন্ত্রী বলছেন টিকিট কালোবাজারি থেকেও সতর্ক থাকবে রেলওয়ে।
ঈদুল ফিতরকে সামনে রেখে আসছে ১৪ জুন রেলের আগাম টিকিট দেয়ার কথা রয়েছে।