Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৩ জুন, ২০১৭:  8অর্থমন্ত্রী ২০১৭-১৮ অর্থবছরের জন্য যে বাজেট দিয়েছেন সেটি একটি বিশাল আকারের বাজেট। এমনিতে তাত্ত্বিকভাবে বড় বাজেটে কোনও সমস্যা নেই, কিন্তু সেটি বাস্তবায়নযোগ্য কিনা সেটাই প্রশ্ন। এর আগে যে বাজেট ছিলো বিভিন্ন কারণে সেটিতে টান পড়েছে। সেহেতু এখনকার বাজেট কতটা বাস্তবায়ন হবে সেটি দেখার বিষয়। কারণ আপনার নিজের বাজেট আর সরকারের বাজেট এক জিনিস না। আপনার যদি মাসে একলক্ষ টাকা আয় হয়, আপনি ইচ্ছা করলে সেটিকে বিভিন্নভাবে খরচ করতে পারেন। কিন্তু সরকারের বিশাল বাজেটের মানে হলো, তার দৃষ্টি থাকবে রাজস্ব আদায়ের দিকে। সরকারের ওপর বিশাল একটা চাপ থাকবে রাজস্ব আদায়ের জন্য।
শুক্রবার রাতে সময় টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, বাজেটটাকে আর একটু ভেবে করা উচিত ছিলো যাতে করে মানুষের ওপর খুব একটা চাপ না পড়ে। আর গতবার কোন কোন খাতে আমরা বাজেট দিয়েছি সেটি দেখা উচিত ছিলো। কারণ কার অবদান কতটা সেটি দেখে করলে হয়তো এবারের বাজেটে সরকার মহাসড়কের জন্য যে বরাদ্দ রেখেছে সেটি খেয়াল রাখতো। দেশের বিভিন্ন জেলা উপজেলায় যে রাস্তাঘাট আছে সে সব জায়গা থেকে মহাসড়কে উঠতে পারবে কিনা সেটি দেখা দরকার ছিলো। এবার সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক খাতে। গত বছরের তুলনায় এবার ৮ হাজার ৭৮৬ কোটি টাকা বেশি বরাদ্দ দেয়া হয়েছে। তবে মহাসড়ক শুধু একটি সড়ক না, তার সাথে বিভিন্ন সড়কের সংযোগ থাকবে ও অনেক দূরের রাস্তা তৈরি হবে। সেটি হলো মহাসড়ক। বাজেট ঘাটতি সহনীয় হয়, যদি টাকাটা যথাযথ কাজে লাগানো যায়। যদি দুর্নীতি ও অপচয় না হয়, জবাবদিহিতা থাকে। কিন্তু এবারের বাজেট ঘাটতি হবে বিশাল। আর এর বোঝা চাপবে জনগণের ওপর।
তিনি আরো বলেন, আমাদের প্রকল্পগুলোতে অনেক সময় ফিজিক্যাল সমস্যার থেকে আর্থিকভাবে সমস্যা বেশি হয়। কারণ অনেক সময় দেখা যায় যে, কাজের আগেই টাকার অনেক অংশ তুলে নেওয়া হয়েছে। আর তাই আমার মতে সরকারের উচিত বিভিন্ন প্রকল্প বেসরকারি খাতে দিয়ে দেওয়া যাতে কাজের মান ভালো থাকে এবং অর্থের কোনও ঘাটতি না হয়।