খােলা বাজার২৪।। শনিবার, ৩ জুন, ২০১৭: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো ৮ জুন খুলে দেয়া হবে। তবে সংঘর্ষকে ঘিরে ঘোষিত অনির্দিষ্টকালের ছুটির পরিবর্তে ৭ জুলাই পর্যন্ত ক্যাম্পাসে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি থাকবে।
শনিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিন্ডিকেট সভা শেষে বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সাংবাদিকদের আরো জানান, আগামী ৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হবে।
সিন্ডিকেটে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আইন উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
এছাড়া বিশমাইলসহ ক্যাম্পাসের বিভিন্ন গেটে সিসি ক্যামেরা লাগানো হবে। ছুটির পর ক্যাম্পাস খুললে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হবে।
এর আগে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ ও সংঘর্ষের মুখে গত ২৭ মে এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়া হয়।