খােলা বাজার২৪।। শনিবার, ৩ জুন, ২০১৭: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন-সব দূর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে । তাই শেখ হাসিনার সরকারই একমাত্র গরীবের সরকার। সাধারণ মানুষের দু:খ দূর্দশার কথা আমরাই বুঝি। এই জন্য আমরা আপনাদের মাঝে ছুটে এসেছি। সব দূর্যোগেই আওয়ামীলীগ জনগনের পাশে থাকে।
সেতু মন্ত্রী মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র এলাকার ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন এবং বাড়ীঘর নিমাণ করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। ধলঘাটা ইউনিয়নের বেঁড়ীবাঁধ নির্মাণ করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। চালিয়াতলি-মাতারবাড়ী সড়ককে ফোরলেইন করা হবে। শনিবার মহেশখালীর মাতারবাড়ীতে মোরা আক্রান্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন। মাতারবাড়ীতে মোরা আক্রান্তদের নগদ ১০লক্ষ এবং ৭ মে:টন চাউল বিতরণ করেন।
মোরার তান্ডবে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবার কে ১ হাজার নগদ টাকা এবং ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন-ঘূর্ণিঝড়ের সময় আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও প্রতি মূহুর্তে তিনি খোঁজ খবর নিয়েছেন। ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ ও তাদের পাশে দাঁড়ানোর জন্য কড়া নির্দেশ দিয়েছেন। তাই আমরা উপকুলে চলে এসেছি,দূর্গতদের খবর নিতে ।
ওবায়দুল কাদের বলেন, দূর্গত মানুষকে আগের অবস্থানে নিয়ে যেতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। দূর্গত এলাকার একজন মানুষ ও নাখেয়ে থাকবেনা। মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি জি এম ছমি উদ্দীন এর কোরান তেলাওয়াত এর মধ্যদিয়ে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় ময়দানে জি.এম ছমিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্টিত তাণ ও নগদ অর্থ বিতরণ সভায় উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ,জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিষ্টার নওফেলসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ,ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের ছালিয়াতলি- মাতারবাড়ী সড়কটি পায়ে হেটে সাধারণ মানুষের দু:খ দূদর্শা দেখেন। ওই সময় সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের এসড়কটি ফোরলেইন এ উন্নত করা হবে বলে জানান।