খােলা বাজার২৪।। শনিবার, ৩ জুন, ২০১৭: যশোরের কেশবপুরে এক মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানা সুত্র জানায়, উপজেলার কালিয়ারই গ্রামের মৃত শেখ নসির উদ্দিনের মেয়ে ও স্বামী পরিত্যক্তা মরিয়ম বেগম (৪০) গত ৪ বছর যাবৎ শহরের মাছ বাজারস্থ ক্লে রোডের সাত্তার ডাক্তারের ভাড়া বাসায় একটি রুম নিয়ে বসবাস করতেন ।
স্বামী পরিত্যাক্তা হওয়ায় তিনি দর্জির কাজ করে জীবিকা নির্বাহ ও দুসন্তানের লেখাপড়ার খরচ চালাতেন । তার বড় সন্তান খুলনা কমার্স কলেজে অনার্স পড়ে। ছোট পুত্র বাঘারপাড়া খালার বাসায় থেকে লেখাপড়া করে। গত ১৬ মে থেকে মরিয়ম বেগম কাউকে কিছু না জানিয়ে উধাও হয়ে যায় ।
তার বাসার আশ পাশের লোকজন ওই রুম থেকে মারাত্মক দূর্গন্ধ পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ৩০ মে সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছে ওই মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, মহিলাকে কে বা কারা হত্যা করেছে তা জানা যায়নি । পোষ্ট মর্টেম রিপোর্ট ও তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ রিপোর্ট লেখাপর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল ।