খােলা বাজার২৪।। রবিবার, ৪ জুন, ২০১৭: কোয়ার্টার ফাইনালের সময় একতরফা ভাবে এগিয়ে ছিলেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগের গোলদাতার তালিকায় তখন মেসির ১১ গোল, আর রোনালদোর মাত্র দুই গোল। অনেকদিন পর চ্যাম্পিয়ন্স লিগের গোল্ডেন বুট হয়তো পেতে যাচ্ছেন মেসি, তখন এমনই মনে হচ্ছিল। কিন্তু কয়েকটা ম্যাচেই হিসেব পাল্টে দিয়ে মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো।
বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা ওই কোয়ার্টারেই থেমে যাওয়াতে মেসির গোলসংখ্যা আর বাড়তে পারেনি। অপর দিকে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগ মিলিয়ে পাঁচ গোল করেন রোনালদো। সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তুলে নিয়েছেন হ্যাটট্রিক। হিসেব পাল্টে যাওয়ার সম্ভাবনা জেগেছিল তখনই।
গতরাতে ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করে মেসিকে ছাড়িয়েই গেলেন রোনালদো। রিয়াল মাদ্রিদ প্রাণভোমরার গোল সংখ্যা এখন ১২। গোল্ডেন বুটটা রোনালদোর হাতেই উঠছে। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও হয়তো উঠছে রিয়াল মাদ্রিদ তারকার হাতে। লিগ শিরোপা জিতেছেন। জুভেন্টাসকে হারিয়ে গতরাতে চ্যাম্পিয়ন্স লিগও জিতলেন। মৌসুমে মেসির চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও এই শিরোপাগুলোই বর্ষসেরা হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে দিচ্ছে রোনালদো।
লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার যাচ্ছে লিওনেল মেসির দখলে। ব্যক্তিগত অর্জনে এবার হয়তো এটা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বার্সেলোনা তারকাকে।