খােলা বাজার২৪।। রবিবার, ৪ জুন, ২০১৭: দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ডিজিটাল মনিটরিং সফটওয়্যার তৈরি করতে যাচ্ছে। যার ১ কোটি ২০ লাখ টাকা দুদক এবং ৬ কোটি ৪০ লাখ টাকা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বলে জানিয়েছেন দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল।
তিনি বলেন, সফটওয়্যার বানানো হয়ে গেলে দুদকের পুরো কার্যক্রম ইলেকট্রোনিক্যালি মনিটর করা হবে। দুদকের অনুসন্ধান, তদন্ত, মামলা, প্রসিকিউশন সব কার্যক্রম তখন অনলাইনে হবে। ফলে দুদকের যে কর্মকর্তা যে ফাইলটি নিয়ে কাজ করছেন তিনিসহ তার চেইনের সিনিয়র ও জুনিয়র সব কর্মকর্তা তা দেখার সুযোগ পাবেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধের জন্যই এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। আশা করি, এতে দুদকের কর্মক্ষমতা ও দুর্নীতি দমনে সাফল্য আরও বাড়বে।
মোস্তফা কামাল বলেন, আমরা দুর্নীতি দমন কমিশনকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার বিষয়ে উদ্যোগ নিচ্ছি। কমিশনের পক্ষ থেকে সব কার্যক্রম মনিটরিং করার জন্য ডিজিটাল সিস্টেম চালু করা হচ্ছে। এজন্য আমরা একটি সফটওয়্যার তৈরি করার পরিকল্পনা করেছি। একটি কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় এই সফটওয়্যার তৈরি করা হচ্ছে। এডিবি সাথে দুদকের একটি চুক্তি হয়েছে। এতে ৬ কোটি ৪০ লাখ টাকা দেবে এডিবি।