খােলা বাজার২৪।। রবিবার, ৪ জুন, ২০১৭: প্রস্তাবিত বাজেটে করমুক্ত পণ্যের তালিকা ১ হাজার ৮৭৪টি। এর মধ্যে রয়েছে খাদ্যপণ্য, জীবন রক্ষাকারী ঔষধ, গণপরিবহন, চিকিৎসা ও শিক্ষা, কৃষি ও মৎস উৎপাদনের দ্রব্য। বিদ্যমান আইনে এসব পণ্যে ভ্যাট দিতে হয় না। তবে উল্লেখিত পণ্যের আওতায় কিছু পণ্য আছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযোজ্য নয়। যেমন, গাধার মাংস, ঘোড়ার মাংস ইত্যাদি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বনিক ফেডারেশন (এফবিসিসিআই) এর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের মতে যে সকল পণ্য বাংলাদেশে কোন যুগেই ব্যবহার করা হয় নাই সে সব পণ্য শুল্ক মুক্ত তালিকা থেকে বাদ দেয়া উচিৎ। অযথা তালিকা ভারি করার কোন দরকার নেই।