খােলা বাজার২৪।। রবিবার, ৪ জুন, ২০১৭: গতকাল শনিবার (৩ জুন) রাত সৌয়া ৮টার দিকে রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে অভিযান চালিয়ে জাল-জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি ডিবি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মনিরুল ইসলাম (২৭) ও মোঃ আল-আমিন (২৩)।
এ সময় তাদের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স ফরম, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও এলজিইডি ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সরকারী অফিসের সীলমোহর, ম্যারেজ সার্টিফিকেট তৈরীর কাগজপত্র, কম্পিউটারের সিপিইউ, প্রিন্টার, মনিটর ও প্রতারণার কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক জিনিসপত্র উদ্ধার করা হয়। এসব জাল কাগজপত্র তৈরিতে তারা দুই-এক দিন সময় নিত এবং প্রস্তুতকৃত জাল কাগজ প্রতি ৫০০-৫০০০ টাকা পর্যন্ত সংগ্রহ করত।
ভুয়া ডিবির ৩ সদস্য গ্রেফতার:
গতকাল শনিবার (৩ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া ডিবির তিনি সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মনিরুজ্জামান উজ্জল, মোঃ জাকির হোসেন ও মোঃ লাবলু। এসময় তাদের থেকে ওয়াকিটকি, ডিবি জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে কোন ব্যক্তিকে আটক করত এবং তাদের মূল্যবান দ্রব্য সামগ্রী লুটে নিত। এছাড়াও তারা সুযোগে বিভিন্ন স্থানে ছিনতাই করত।
অজ্ঞান পার্টির ১১ সদস্য গ্রেফতার:
গতকাল শনিবার (৩ জুন) বিকাল ৫টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনাকালে পল্টনে অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের হলেন- মোঃ জাকির হোসেন, আলামিন, রুবেল হাওলাদার, মোঃ হিরা, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আলমগীর, মোঃ আনাজ, মোঃ আমির হোসেন, মোঃ হুমায়ুন, মোঃ মঞ্জু ও মোঃ মানিক পাটওয়ারী
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাসে অথবা পথে কোন ব্যক্তিকে টার্গেট করত এবং তার সাথে সখ্যতা স্থাপন করত। সখ্যতার একপর্যায়ে কৌশলে তাদের পূর্বের প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যের সাথে চেতনানাশক ট্যাবলেট মিশ্রিত খাবার টার্গেট ব্যক্তিকে খাইয়ে অজ্ঞান করতঃ টাকা পয়সাসহ মূল্যবান দ্রব্য কেড়ে নিত।
এ সময় তাদের হেফাজত হতে চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্সের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।