খােলা বাজার২৪।। রবিবার, ৪ জুন, ২০১৭: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। আর এই উন্নয়নের নেপথ্যে সবচেয়ে বেশী অবদান তথ্য ও প্রযুক্তির। শেখ হাসিনার নের্তৃত্বে বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌছে দিয়েছে যার দরুন কয়েক বছর আগের ডিজিটাল বাংলাদেশের রুপকল্প এখন আর স্বপ্ন নয়, বাস্তব।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে জনগণের সেবা নিশ্চিতকরণে মোবাইলের মাধ্যমে যে কোন সময় যে কোন জায়গা থেকে বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে নাটোরে ‘কমিউনিটি সেফটি এওয়ারনেস-৯৯৯ ন্যাশনাল এমারজেন্সি সার্ভিস’র উদ্বোধন করা হয়েছে। রবিবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সার্ভিসের উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, সহ-সভাপতি আবুল কালাম আজাদ এমপি, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার প্রমূখ। এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অদম্য মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ প্রদান করেন।
পরে প্রতিমন্ত্রী নাটোর পৌরসভার শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিল পরিশোধ সেবা উদ্বোধন করেন। পরে শহরের পুরাতন জেলখানা এলাকায় শেখ রাসেল ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।