Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ৪ জুন, ২০১৭: গত ২ জুন রাঙ্গামাটির লংগদুতে জুন্মদের গ্রামে সেটেলার কর্তৃক অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোপ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র সমাজ ।

সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে ব্যানার ফেষ্টুন হাতে পাহড়ী ছাত্র সমাজের অয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি অংনুথোই মারমা সভাপতিত্বে বিক্ষোপ মিছিল ও মানব বন্ধনে এই সময় অনান্যে মধ্যে আরে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারী কলেজ শাখার পাহাড়ী ছাত্র পরিষদের সাধারন সম্পাদক গোপাল চাকমা , রিউলং খুমি, প্রুনুঅং মারমা , সুশীল এিপুরা , অনিক তংচঙ্গা , সহ আরো অনেকে ।

বিক্ষোপ মিছিলে বক্তরা জানান সাম্প্রদায়িক বিভিন্ন জাতিগত বৈষম্যতার কারনে সাধারন খেটে খাওয়া ক্ষুদ্র আদিবাসীদের উপড় এই ধরনের হামলা চালানো হচ্ছে ।এতে করে বাড়ছে পাহাড়ী বাঙ্গালীর মাঝে বিরোধ তাই তারা এই ধরনের অপরাধ মূলক কাজে জড়িত সকল অপরাদিদের আইন আওতায় এনে দ্রুত শাস্তি বিধানের জোর দাবি জানান ।