Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ৪ জুন, ২০১৭: মুন্সীগঞ্জ সাংবাদিকদের মাঝে বিবেদ, দলাদলি, কোন্দল ভুলে একত্রিত সাংবাদিকদের নিয়ে সুন্দর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের সম্পর্ক সুন্দর হওয়া উচিত। প্রশাসনের সাথে সাংবাদিকদের ভালো সম্পর্ক থাকলে সমাজের জন্য ভালো কিছু উপহার দেওয়া সম্ভব।

তিনি ক্ষোভ করে বলেন, সাংবাদিকরা পুলিশ সুপার ডাকলে যান জেলা প্রশাসক ডাকলে যান না এমন এক প্রশ্নের জবাবে উপস্থিত সকল সাংবাদিক এই কথার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এমন কথা যদি কেউ বলে থাকে তা তার ব্যক্তি স্বার্থের জন্য বলেছে। উপস্থিত সাংবাদিকদের মাঝে এমন কোন কথা কেউ বলেননি বলে প্রতিবাদ জানান। পরবর্তীতে প্রেসক্লাবের সদস্যদের সুন্দর পরিবেশ তৈরী করার জন্য এবং সাংবাদিকদের সকল ধরনের উন্নয়নে সহযোগিতা করারও আশ্বাস দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক সায়লা ফারজানা আরো বলেন, প্রেসক্লাব এখন যেভাবে সংঘবদ্ধ হয়েছে এমন সংঘবদ্ধ থাকলে সাংবাদিকদেরও কল্যাণ হবে। বর্তমান কমিটি কিভাবে করা হয়েছে এমন প্রশ্ন করা হলে উপস্থিত সাংবাদিকদের জবাবে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এই কমিটিকে সমর্থন করে সকল ধরনের সহযোগিতা করার আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহা: হারুন অর রশিদ উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং আগামী প্রোগ্রামে যাতে এক ক্লিকি সকল সাংবাদিকের উপস্থিতি হয় সে জন্য সকলকে আহ্বান করেন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে এই প্রথম সর্ববৃহৎ সাংবাদিকদের সাথে মসবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এ সময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ (চ্যানেল আই) ও সাধারন সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর ( এটিএন নিউজ), চয়নিকা পত্রিকার সম্পাদক শেখ মো: আলী আকবর, সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাছির উদ্দিন উজ্জ্বল, কার্যকরি সদস্য দৈনিক সমকালের জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহম্মেদ দিপু, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আবুসাঈদ সোহান, সহ-সভাপতি বাছির উদ্দিন জুয়েল (ইত্তেফাক/ এটিএন বাংলা), বিটিভির জেলা প্রতিনিধি ফারহানা মির্জা, সুজন হায়দার জনি (দেশ টিভি), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জসীম উদ্দীন দেওয়ান (৭১ টিভি), ভোরের পাতার জেলা প্রতিনিধি শেখ মো: শিমুল, প্রেসক্লাবের কার্যকরি সদস্য আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ।

এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কার্যকরি সদস্য, দৈনিক মুক্তখবর পত্রিকার জেলা প্রতিনিধি ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম, কার্যকরি সদস্য সাইদুর রহমান টুটুল (এশিয়ান টিভি/ যুগান্তর), দৈনিক জনতার জেলা প্রতিনিধি সুমন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মউনুদ্দিন সুমন (এনটিভি), প্রচার সম্পাদক সাইফুল ইসলাম টিটু (ইটিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক তানজিল চাকলাদার, বিজয় টিভির জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, এড. জাহাঙ্গীর হোসেন, সকালের খবারের জেলা প্রতিনিধি আরাফাত হোসেন বাবু, এসএ টিভির জেলা প্রতিনিধি হাসান জুয়েল, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি নজরুল হাসান ছোটন, আজকালের খবরের জেলা প্রতিনিধি আনমনা আনোয়ার, আমার সংবাদের জেলা প্রতিনিধি আবু হানিফ রানা, ক্রিড়া সম্পাদক শিহাবুল হাসান (চ্যানেল-৯), ক্রাইম প্রতিদিনের জেলা প্রতিনিধি তুহিন সরকার, যোগাযোগ প্রতিদিনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সভ্যতার আলো পত্রিকার ষ্টাফ রিপোর্টার আবু বক্কার মাঝি, মুন্সীগঞ্জের কাগজের স্টাফ রিপোর্টার নাদিম মাহমুদ, এনটিভির ক্যামেরা পার্সন সুমিত সুমন, চ্যানেল ২৪ এর ক্যামেরা পার্সন রাজিব হোসেন বাব, ক্যামরা পার্সন মহসিন রেজা প্রমুখ।