Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার , ৫ জুন, ২০১৭:  26সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য স্থানান্তর নিয়ে বিতর্কে জড়িয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই বিষয়ে কথা তোলেন জোট নেতারা। বৈঠকে উপস্থিত ১৪ দলের একাধিক নেতা এই তথ্য জানিয়েছেন।
তবে বৈঠকে ভাস্কর্য ইস্যুতে শরিক দলের বিতর্কে জড়ানোর বিষয়টি এডিয়ে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে ঠিক বাদানুবাদ নয়, ভাস্কর্য স্থানান্তরের সময় শরিক দলগুলোর পক্ষ থেকে নানা কথা বলা হয়েছে। এগুলো আমরা পত্রপত্রিকায় দেখেছি। এসব নিয়েই শরিক নেতাদের সঙ্গে কথা হয়েছে।’
এদিকে, বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, সভায় ভাস্কর্য স্থানান্তরের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘এ ইস্যুতে জোটের অনেক নেতার বক্তব্যে জনগণের কাছে ভুল বার্তা গেছে।’ এরপর জোটের শরিক দলের নেতারা সরকারকে জেনেবুঝে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।
এসময় মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য স্থানান্তরের পর দেখা গেল, জোটের একেক নেতা একেক রকম কথা বলছেন। শরিকদের মধ্য থেকে এমনও দাবি করা হয়েছে, হেফাজতের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করা হয়েছে। সরকারকে নির্লজ্জ বলেছেন কেউ কেউ।’ তিনি আরও বলেন, ‘১৪-দলীয় জোটের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব বক্তব্যে নেতৃত্বের প্রতি প্রশ্ন ওঠে। মনে রাখতে হবে আমাদের করোরই বিরোধী দলের সুরে কথা বলা ঠিক না। শরিকদের বুঝে-শুনে কথা বলা উচিত।’ এ সময় উপস্থিত আওয়ামী লীগের অন্য নেতারাও এই বক্তব্য সমর্থন করেন।
প্রতিক্রিয়ায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বিষয় নির্দিষ্ট করে বলার আহ্বান জানান।
এ সময় হানিফ ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে অভিযোগ তোলেন। জবাবে ফজলে হোসেন বাদশা বলেন, ‘১৪ দলের নীতি ও আদর্শকে সমুন্নত রেখেই ওয়ার্কার্স পার্টি বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেয়। ভাস্কর্য স্থানান্তরের পর দলের পলিটব্যুরোর বৈঠক ডেকে আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করা হয়েছে। ওয়ার্কার্স পার্টি যেনতেন পার্টি নয়, পার্টি যা বলে দায়িত্ব নিয়ে বলে।’ এরই পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের জেনেবুঝে কাজ করা উচিত।’
এ বিষয়ে জানতে চাইলে জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘ভাস্কর্য স্থানান্তর নিয়ে বৈঠকে কিছু আলোচনা হয়েছে।’
জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী; ওয়াকার্স পার্টির কামরুল আহসান; জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের এম এ আউয়াল প্রমুখ।