Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার , ৫ জুন, ২০১৭:   27লন্ডন হামলার পর বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জঙ্গি ইসলামী মতাদর্শ প্রচারের নিরাপদ জায়গা করে দেবার অভিযোগ এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
সাইবার স্পেসে অনেক সন্ত্রাসী হামলার পরিকল্পনা হয় বলে অভিযোগ করে তেরেসা মে বলেন, এ ধরণের কর্মকা- বন্ধে বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি থাকা প্রয়োজন।
অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বলেছে, এ সমস্যা নিরসনে গুগল ইতিমধ্যেই কয়েকশ’ মিলিয়ন ডলার খরচ করেছে। ফেসবুক বলছে, তাদের সাইটে কোন ধরণের সন্ত্রাসী প্রচারণা নজরে পড়া মাত্র তাৎক্ষণিকভাবে তা নিজেদের ওয়েবসাইট থেকে মুছে দিতে অক্লান্তভাবে কাজ করছে। যারা সন্ত্রাসী কর্মকা- চালায় তাদের জন্য ওয়েবসাইটটিকে কঠিন একটি জায়াগায় পরিণত করতে সচেষ্ট।
বিশ্বের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই একমত যে, নিরাপত্তা সংস্থাগুলো মেসেজিং অ্যাল্পিকেশনগুলোর এনক্রিপশনকে দুর্বল করার যে প্রস্তাব দিয়েছে, তাতে ব্যবহারকারীদের গোপনীয়তার অধিকার ক্ষুন্ন হবে।
তবে, ঠিক এ কারণেই সন্ত্রাসী অনেক কর্মকা-ের পরিকল্পনা নিরাপদে এবং গোপনীয়তার সঙ্গে করা যায় বলে অভিযোগ ওঠে।