Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার , ৫ জুন, ২০১৭: প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে শল্পকলা একাডেমী থেকে র‌্যালীটি বের হয়ে শহরের গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার শাকিল আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকতা স্বপন কুমার রায়, জেলা উদিচীর সভাপতি শিলা রায়, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সনাকের সাবেক সভাপতি নুরুর রব চৌধুরী প্রমুখ।