Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার , ৫ জুন, ২০১৭:  73রাশিয়ায় সফরত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিযোগ বৃদ্ধি ও ব্যাংকিং চ্যানেল চালুর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ইকনোমিক ফোরামে বাংলাদেশের চলমান অর্থনৈতি উন্নয়ন এবং রপ্তানি বাণিজ্যে সক্ষমতা অর্জনের বিষয় তুলে ধরা হয়েছে। রাশিয়ার কাছে আমরা অগ্রাধিকার মূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) চেয়েছি। বিশেষ করে বাংলাদেশের তৈরী পোশাক রপ্তানির উপর জিএসপি সুবিধা প্রদানের আহবান জানানো হয়েছে। রাশিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় বিষয়টি গুরুত্বে সাথে তুলে ধরা হযেছে। রাশিয়া বিষয়টি সহাভূতির সাথে বিবেচনার কথা বলেছে।
এ জিএসপি সুবিধা পাওয়া গেলে রাশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হবে। রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরী পোশাক, হিমায়িত খাদ্য, চিংড়ি, চামড়া ও পাট জাত পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশ তুলনামূলক কম দামে রাশিয়ায় রপ্তানি করতে সক্ষম। রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি কারকগণ নতুন বাজার অনুসন্ধান করলে তা লাভজনক হবে। এজন্য উভয় দেশের ব্যবসায়দের এগিয়ে আসতে হবে।
রাশিয়ায় সফরত বাণিজ্যমন্ত্রী গতকাল (৪জুন রাতে) মস্কোয় ক্রাউন প্লাজার ভিউশন প্লাজা রেস্টুরেন্টে ব্যবসায়ী ও বিশিষ্টব্যক্তিদের সাথে মতবিনিময়ের সময় এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাশিয়ার সাথে বাণিজ্য ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যাংকিং চ্যানেল চালু, ডাবল ট্যাংসেশন সমস্যাসহ বিদ্যমান বাণিজ্য বাধা দুর করতে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। উভয় দেশের ব্যবসায়ীদের এ বিষয়ে ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার এখানে কমার্সিয়াল উইং এর সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা করা হবে। যাতে ব্যবসায়ীদের কোন সমস্যা না হয়।
রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হক, কমার্শিয়াল কাউন্সিলর মো. আশফাকুল ইসলাম বাবুল এ সময় উপস্থিত ছিলেন।