খােলা বাজার২৪।। সোমবার , ৫ জুন, ২০১৭: সন্ত্রাস ও জঙ্গি বিরোধী বিশেষ অভিযানে যশোরে ১০৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার নয় থানার অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এসময় বিপুল পরিমান মাদক দ্রব্য জব্দ করা হয়।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, খুলনা বিভাগে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে ২৪ ঘন্টায় যশোরে ১০৪জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে কোতয়ালি থানা পুলিশ ৬০, চৌগাছা থানা পাঁচ, শার্শা সাত, ঝিকরগাছা ছয়, কেশবপুর পাঁচ, মণিরামপুর নয়, অভয়নগর ছয় ও বাঘারপাড়া থানা পুলিশ ছয়জনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের দুপুরে আদালতে পাঠানো হবে।