Mon. Aug 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখােলা বাজার২৪।। বুধবার , ৭ জুন, ২০১৭: ২০১৫ সালের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে। কিন্তু ম্যাচটি বৃষ্টি পরিত্যাক্ত হয়। সেই ম্যাচে পাওয়া ১ পয়েন্ট ভাগ্য বদলে দেয় টাইগারদের। দারুন এক ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর সেই পয়েন্ট গড়ে দিয়েছিল ব্যবধান।

দুই বছর পর সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার ইংল্যান্ডে ফের দুই দলের ম্যাচ পরিত্যক্ত হল বৃষ্টিতে। অজিদের বিপক্ষে কাকতলীয় ভাবে এবারও পাওয়া পয়েন্ট হয়ে এসেছে মাশরাফি বিন মুর্তজা বাহিনীর জন্য আর্শিবাদ হয়ে। সমীকরণ বলছে ইংল্যান্ড সব গুলো ম্যাচ জিতলে আর বাংলাদেশ নিউজিল্যান্ডকে শেষ ম্যাচে হারালে খেলবে সেমিলাইনাল। যে কারণে গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে

অধিনায়ক cমনে পড়েছে ২০১৫ বিশ্বকাপ। তিনি বলেন, ‘২০১৫ বিশ্বকাপ মনে পড়ছে আমার। অস্ট্রেলিয়া ম্যাচ থেকে একটি পয়েন্ট পেয়েছিলাম আমরা। সেটি আমাদের দারুেণ সাহায্য করেছিল। আমরা গ্রুপ পর্ব উতরেছিলাম। এবারও আমরা ১ পয়েন্ট পেয়েছি, এবারও সুযোগ আছে।’

সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ১৮২ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল। এরপর অস্ট্রেলিয়া জবাব দিতে নামার আগ থেকে পড়ে বৃষ্টির বাধাতে। তিন দফা বৃষ্টিতে ম্যাচ শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি। এই সময় অস্ট্রেলিয়া ১টি উইকেট হারিয়ে তুলেছিল ৮৩ রান।

অনেকটা নিশ্চিত হার থেকে বেঁচে এখন বাংলাদেশের সামনে বড় সুযোগ। এই নিয়ে মাশরাফি বলেন, ‘হতে পারে যে কোনো কিছুই। নিউ জিল্যান্ডকে হারাতে হবে আমাদের, অন্য ম্যাচগুলির ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। আমাদের কাজ হবে নিউ জিল্যান্ডের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলা। এরপর কে জানে, আমরা যেতেও পারি (সেমিতে)।’

অন্যরকম