খােলা বাজার২৪।। বুধবার , ৭ জুন, ২০১৭: প্রস্তাবিত মালিক-শ্রমিক স্বার্থ বিরোধী সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিল ও সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের প্রাণপ্রিয় নেতা শাহজাহান খান ও মশিউর রহমান রাঙাসহ ফেডারশনের নেতৃবৃন্দের বিরুদ্ধে কতিপয় স্বার্থন্বশী মহল মিথ্যা অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবিতে নোয়াখালীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে পরিবহণ মালিক ও শ্রমিকরা।
বুধবার (৭ জুন) বেলা ১২টায় জেলার বেগমগঞ্জ চৌরাস্তায় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যকরি সভাপতি আবুল বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবুল মনসুর আজাদ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল আমিন সেলিম, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, চৌমুহনী পূর্বাঞ্চলীয় বাস মালিক সমিতির সেক্রেটারী আবুল খায়ের।
সভায় বক্তাগণ অনতিবিলম্বে মালিক-শ্রমিক স্বার্থ বিরোধী সড়ক পরিবহন আইন ২০১৭ বাতিল এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবি জানান। নচেৎ পরিবহন মালিক-শ্রমিকগণ বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবে।