খােলা বাজার২৪।। বুধবার , ৭ জুন, ২০১৭: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমিন বাজার এলাকায় বাস চাপায় মো. ইব্রাহিম খলিল (৩১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (০৭ জুন) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ইব্রাহিম খলিল নোয়াখালীর হাতিয়া উপজেলার ফিরোজিয়া গ্রামের আমিনুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে চৌমুহনীর দিকে আসছিলেন ইব্রাহিম। এসময় তিনি আমিনবাজার এলাকায় পৌঁছলে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ইব্রাহিমের মোটরসাইকেলকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।