খােলা বাজার২৪।। বুধবার , ৭ জুন, ২০১৭: আজ ৭ জুন বুধবার সকালে প্রতিবেশী বাদশা মিয়ার বাড়ীতে মাটি কাটার কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃস্ট হয়ে রজব আলী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বাঁশবাড়ী নামক এলাকায়। মৃত রজব ওই এলাকার মুর্শিদ আলীর পুত্র বলে জানাগেছে। বৈদ্যুতিক কাজে বাঁশের খুঁটি ও অনুপযুক্ত তারের ব্যবহার এ ধরনের দূর্ঘটনার প্রাথমিক কারন বলে জানানিয়েছে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা ।