খােলা বাজার২৪।। বুধবার , ৭ জুন, ২০১৭: মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন দুপুরে প্রথমে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ও পরে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল জমা দেয়া হয়েছে। তবে, এদিনের টক অব দ্য কোর্ট ছিল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের গত ৫ জুন তারিখে ঘোষিত সভাপতি এডভোকেট লুৎফর রহমানের বসে যাওয়া। তার বদলে এডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দিয়েছে সেদলের সিনিয়র আইনজীবীরা।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি এডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক- এডভোকেট মোঃ ছালাহ্ উদ্দিন ঢালী, সহ-সভাপতি এডভোকেট মোঃ রেজাউর রাজ্জাক প্যারট, এডভোকেট মোঃ পারভেজ আলম, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট রেক্সনা আক্তার লাকী, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মোঃ মহিউদ্দিন, দপ্তর সম্পাদক এডভোকেট সোহেল হোসেন, কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ সুমন মিয়া সরদার, ধর্ম বিষয়ক ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম, ক্রীড়া ও নাট্য সম্পাদক এডভোকেট মোঃ হোসেন রানা, কার্যকরী সদস্যরা হলেন- এডভোকেট মোঃ ইকবাল হোসেন, এডভোকেট মোঃ সামছুদ্দিন ভূইয়া, এডভোকেট শ.ম ইয়াজুর রহমান মনা, এডভোকেট মোঃ সোলেমান মিন্টু ও মোঃ আসাদুজ্জামান উজ্জল।
অপরদিকে, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক- এডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম পল্টু, সহ-সভাপতি এডভোকেট মোঃ আতিকুর রহমান, এডভোকেট ফয়সাল আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হালিম সরদার, লাইব্রেরী সম্পাদক এডভোকেট সিরাজুল হক লিটন, দপ্তর সম্পাদক এডভোকেট ফরাজী সামছুজ্জামান মানিক, কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ হোসেন আলী, ধর্ম বিষয়ক ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এডভোকেট নাহিদ উজ্জ্বল, ক্রীড়া ও নাট্য সম্পাদক এডভোকেট মোঃ নয়ন মিয়া, কার্যকরী সদস্যরা হলেন- এডভোকেট অনিল সরকার, এডভোকেট কামরুজ্জামান মুকুল, এডভোকেট মাহাবুবা মান্নান সুমী, এডভোকেট চৌধুরী আব্দুল্লাহ্ আল-মামুন ও এডভোকেট রিনা বেগম।
আগামী ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭ জুন মনোনয়নপত্র প্রত্যাহার। ৮ জুন প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ। ২১ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা। ২ জুলাই চুড়ান্ত ফলাফল ঘোষণা। মোট ভোটার সংখ্যা ৩২৫জন।